জাতীয়

ফের ৫ দিনের জেলহাজতে নূর হোসেন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন ও তার দুই সহযোগীকে ফের ৫ ‍দিন জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা দায়রা জজ আদালতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম এডউইন লেপচা নূর হোসেন ও তার দুই সহযোগী অহিদুজ্জামান ও খান সুমনের ৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।আদালতে অহিদুজ্জামানের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তার বৈধ কাগজ-পত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। নূর হোসেনের পক্ষে এদিন জামিনের আবেদন করা হয়নি।আগামী ৭ আগস্ট উচ্চ আদালতে খান সুমনের জামিনের এবং মুখ্য বিচার বিভাগীয় আদালতে নূর হোসেনের জামিনের শুনানি হবে। এর আগে, শনিবার দুপুর ১টার দিকে দুই সহযোগীসহ নূর হোসেনকে আদালতে হাজির করা হয়।প্রসঙ্গত, ১৪ জুন সন্ধ্যায় নূর হোসেনদের দমদম এয়ারপোর্ট সংলগ্ন কৈখালির একটি বহুতল আবাসনের চারতলার ফ্ল্যাট থেকে গ্রেফতার করে পুলিশ। বাগুইআটি থানা পুলিশ নূর হোসেনদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ভারতে প্রবেশের মামলা করে।প্রথমে ৮ দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয় তাদের। রিমান্ড শেষে ২৩ জুন তাদের আদালতে হাজির করে জানানো হয়, বাংলাদেশে সাত খুনের মামলাসহ একাধিক অপরাধে নূর হোসেন অভিযুক্ত। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে। এর পর নূর হোসেন অবৈধ উপায়ে আত্মগোপন করতে কলকাতায় প্রবেশ করে।

Advertisement