খেলাধুলা

ব্রাজিলকে নেতৃত্ব দেওয়াটা দারুণ সম্মানের : আলভেজ

টানা তিন ম্যাচে ব্রাজিলের তিন অধিনায়ক। ঘরের মাঠে অনুষ্ঠিত রিও অলিম্পিকে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন নেইমার। তার অধিনায়কত্বে প্রথমবারের মতো এই আসরে সোনা জিতেছে সেলেকাওরা। টুর্নামেন্ট শেষে জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। এরপর বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে সেলেকাওদের নেতৃত্ব দেন মিরান্ডা। আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে অধিনায়ক করা হয়েছে দানি আলভেজকে। এদিকে, ব্রাজিলের অধিনায়কত্ব পেয়ে রোমাঞ্চিত  বার্সেলোনার সাবেক ডিফেন্ডার। জানালেন, নিজ দেশকে নেতৃত্ব দিতে পারাটা দারুণ সম্মানের।ব্রাজিল দলে অনেকেই নেতা হওয়ার যোগ্য। তারা দিতে পারেন দলের নেতৃত্ব। তারই অংশ হিসেবে আলভেজও পেয়েছেন অধিনায়কের দায়িত্ব। ৩৩ বছর বয়সী জুভেন্টাস তারকা বলেন, ‘দলের মধ্যে অনেক নেতা আছে এবং প্রত্যেকের নিজস্ব স্পিরিট আছে। আমি মনে করি না যে অধিনায়ক হওয়ার বড় কোনো গুরুত্ব আছে। তবে বাহুবন্ধনী নিয়ে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়াটা দারুণ সম্মানের। দলের সবার কাছ থেকেই একটু নেতৃত্ব প্রয়োজন। আমাদের তা আছে।’এনইউ/এবিএস

Advertisement