আন্তর্জাতিক

কাশ্মীরে ‘অমানবিক ও হৃদয়বিদারক’ পরিস্থিতি বন্ধে মালালার আহ্বান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ‘অমানবিক ও হৃদয়বিদারক’ পরিস্থিতি বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ও পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান ও ভারতকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তানের এই ক্ষুদে মানবাধিকারকর্মী বলেছেন, ‘অন্যান্য স্থানের জনগণের মতো মৌলিক মানবাধিকার কাশ্মীরের জনগণের প্রাপ্য...তাদের ভয়হীন ও স্বাধীন জীবন-যাপন করা উচিত’। ‘আমি কাশ্মীরের জনগণকে তাদের প্রাপ্য মর্যাদা, শ্রদ্ধা ও স্বাধীনতা দিতে জাতিসংঘ, বিশ্ব সম্প্রদায়, ভারত ও পাকিস্তানকে ভুল শোধরানোর জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি’। গত ৮ জুলাই হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এরপর থেকেই প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাশ্মীরিদের সংঘর্ষে ৭০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এদের মধ্যে পুলিশের প্লেট বোমায় শতাধিক মানুষের চোখ নষ্ট হয়েছে।  মালালা বলেছেন, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দীর্ঘদিন ধরে কারফিউ জারির কারণে অনেক স্কুল বন্ধ হয়ে পড়েছে...শিশুরা স্কুল যাওয়া বন্ধ রেখেছে। আমি কাশ্মীরের জনগণের পাশে রয়েছি। কাশ্মীরের ১ কোটি ৪০ লাখ ভাই বোন আমার হৃদয়ে রয়েছে’। সূত্র : ডন নিউজ।এসআইএস/এমএস

Advertisement