খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে তিন চমক!

জাগো নিউজই সবার আগে সর্বপ্রথম সংবাদটা প্রকাশ করেছিল। শোহরাওয়ার্দি শুভর অফ ফর্মের কারণে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) থেকে জাতীয় দলের ক্যাম্পে ডেকে আনা হয়েছে অভিজ্ঞ স্পিনার মোশাররফ রুবেলকে। শুধু তাই নয়, তিন প্রস্তুতি ম্যাচের দুটিও খেলেছেন তিনি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। যদিও, বৃষ্টি বিঘ্নিত তৃতীয় প্রস্তুতি ম্যাচটিতে উইকেট পাননি তিনি।তবে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়ে গেলেন মোশাররফ রুবেল। আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়ে গেলেন এই স্পিনার। শুধু মোশাররফই নন, আসন্ন দুটি সিরিজের জন্য ঘোষিত জাতীয় দলে চমক হিসেবে যুক্ত হয়ে গেলেন আরও দু’জন। দু’জনই অলরাউন্ডার। মেহেদী হাসান মিরাজ এবং আলাউদ্দিন বাবু।জাতীয় দলের জন্য ঢাকা ৩০ জনের প্রাথমিক ক্যাম্পে ছিলেন না এই তিনজন। মোশাররফ রুবেল, মেহেদী হাসান মিরাজ এবং আলাউদ্দিন বাবুকে রাখা হয়েছিল এইচপিতে। যদিও ক্যাম্প চলাকালীনই সেখানে অন্তর্ভূক্ত করা হয় মোশাররফ রুবেলকে। বাকি দু’জনকে টেনে নিয়ে আসা হলো এইচপিএতে।আজ সন্ধ্যার পরই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ২০ সদস্যের জাতীয় দল ঘোষণা করার কথা রয়েছে। তবে তার আগেই বিসিবির বিশেষ সূত্র থেকে ২০ জনের জাতীয় দলে শেষ মুহূর্তে এ তিনজনের  অন্তর্ভূক্তির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আফগানিস্তান সিরিজের জন্য এখান থেকেই ১৪ জনের ওয়ানডে দল বাছাই করা হবে। এরপর ইংল্যান্ড সিরিজ। ওই সিরিজের জন্যও ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট দল বাছাই করা হবে এই ২০ জন থেকে।২০ জনের দলে থাকলেও ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের মূল দলে মোশাররফ রুবেল থাকতে পারবেন কি না, তা নিয়ে ক্রিকেট পাড়ায় রয়েছে গুঞ্জন। মূল দলে থাকারই সম্ভাবনা বেশি। কারণ, স্পিন স্পেশালিস্ট হিসেবে আর কেউ নেই দলে। আরাফাত সানি রয়েছেন অ্যাকশন সমস্যায়। বিকল্প হিসেবে সোহরাওয়ার্দী শুভকে ডাকা হলেও, তিনি অফ ফর্মে। সুতরাং, ওয়ানডে দলে স্পিন স্পেশালিস্ট হিসেবে জায়গাটা পেয়েই যেতে পারেন রুবেল।ঘরোয়া লিগে সব সময়ই থাকেন উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে। তারই পুরস্কার হিসেবে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন মোশাররফ রুবেল। যদিও ওই সিরিজটাকে ভুলে থাকতে চাইবেন তিনি। কারণ, ৩ ম্যাচ থেকে নিয়েছেন মাত্র ১টি উইকেট। এরপরই বিসিবির নিষেধাজ্ঞা অমান্য করে রুবেল নাম লেখান ভারতের নিষিদ্ধ ঘোষিত লিগ আইসিএলে। যে কারণে দীর্ঘদিন ছিলেন বাংলাদেশের ক্রিকেটের বাইরে। কালিমা মুছে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারলেও অনেক দিন পার হয়ে যাওয়ায় আর জাতীয় দলে ডাক পাওয়ার আশাই যেন ছেড়ে দিয়েছিলেন। তবে যথারীতি ছিলেন ঘরোয়া লিগের সেরা পারফরমার। এ কারণেই ভারতীয় স্পিন পরামর্শক ভেঙকাটাপাথে রাজু। এইচপিতে খণ্ডকালীন কোচিং করাতে এসে রুবেলের পারফরম্যান্স দেখে বিসিবিকে পরামর্শ দিয়ে যান তাকে জাতীয় দলের ক্যাম্পে ডেকে পরখ করতে। সে ধারাবাহিকতায়ই ভাগ্য খুলে গেলো মোশাররফ রুবেলের।আইএইচএস/এমএস

Advertisement