আন্তর্জাতিক

হজের সময় মক্কায় প্রাইভেট কার প্রবেশ নিষেধ

হজের সময় মক্কায় তীব্র যানজট এড়াতে পবিত্র স্থানগুলো এবং মক্কায় ছোট গাড়ি ও প্রাইভেট কার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৮ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে ছোট কোন গাড়ি মক্কায় প্রবেশ করতে পারবে না। খবর আরব নিউজের। হজের সময় শুধুমাত্র বাস এবং হজযাত্রীদের জন্য বিশেষ পরিবহন ওই এলাকায় প্রবেশ করতে পারবে। টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যমে এ তথ্য জানিয়েছে জননিরাপত্তা বিভাগ। জননিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হজের সময় ছোট গাড়ি এবং প্রাইভেট কার মক্কা এবং পবিত্র শহরগুলোতে তীব্র যানজট সৃষ্টি করে। এর ফলে অনেক বিড়ম্বনা তৈরি হয়। এ কারণেই হজের সময় এসব যান মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হজের উদ্দেশে কয়েক লাখ হজযাত্রী ইতোমধ্যেই মক্কায় প্রবেশ করেছেন। এত বিপুল সংখ্যক হজযাত্রীকে মিনা, আরাফা, মুজদালিফা এবং হারামে পৌঁছে দেয়া সত্যিই খুব কঠিন কাজ। আর এক্ষেত্রে যানজট এড়াতে যানবাহনগুলোকে নির্দিষ্ট করে দেয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চেকপয়েন্টের নিরাপত্তাকর্মীরা ইতোমধ্যেই ২৮ হাজারের বেশি যানবাহনকে ফেরত পাঠিয়েছে অথবা বাজেয়াপ্ত করেছে। তারা হজযাত্রীদের পরিবহনের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছে। ২৫ জনের কমযাত্রীকে বহনকারী কোনো যানবাহন হজের সময় মক্কায় প্রবেশ করতে পারবে না। এছাড়া মক্কায় প্রবেশের ক্ষেত্রে গাড়ির চালকদের বিশেষ অনুমতিপত্রও লাগবে। যেসব হজযাত্রীদের হজের অনুমতি নেই তাদের বহনকারী গাড়ি এবং লাইসেন্স ছাড়া পরিবহনগুলোকে ১ লাখ সৌদি রিয়েল জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টিটিএন/আরআইপি

Advertisement