তারকাদের রাজনীতিতে সঙ্গীত ও চলচ্চিত্রজগতের তারকাদের যোগ দেওয়া নতুন নয়। তবে নতুন খবর হচ্ছে ক্রমেই দীর্ঘ হচ্ছে সেই তালিকা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আগেই যোগ দিয়েছেন কুমার শানু, আরতি মুখোপাধ্যায়, বাবুল সুপ্রিয়র মতো শিল্পী ও অভিনেতারা। এআর সে তালিকায় যোগ হতে যাচ্ছেন অলকা ইয়াগনিক ও কবিতা কৃষ্ণমূর্তি। খবর এবিপি আনন্দ।কণ্ঠশিল্পী কুমার শানু ও বিজেপির দলীয় সূত্রের বরাত দিয়ে এসব খবর প্রচার করা হচ্ছে। গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি রাহুল সিংয়ের সঙ্গে দেখা করতে আসেন কুমার শানু। দেখা করে বিজেপি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় কুমার শানু বলেন, গায়িকা অলকা ইয়াগনিক বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অপরদিকে রাজ্য বিজেপি বলছে, গায়িকা কবিতা কৃষ্ণামূর্তিরও খুব তাড়াতাড়ি বিজেপিতে যোগ দিচ্ছেন। এএইচ/আরআই
Advertisement