আর্জেন্টিনাবাসীর বরাবরই একটা অভিযোগ ছিল, দেশকে বঞ্চিত করে ক্লাবকেই সবটুকু উজাড় করে দেন মেসি। তবে ক্লাবের চেয়ে যে দেশ বড় তা প্রমাণ করলেন পাঁচ বারের বর্ষসেরা এই খেলোয়াড়। চোট নিয়ে দেশের হয়ে খেলে উরুগুরের বিপক্ষে মাঠে নেমে গোল করে দলকে এনে দিলেন পূর্ণ ৩ পয়েন্ট। মেসি নিজে কাল ফেসবুকে বার্তা দিয়ে আশ্বস্ত করেছেন, ‘সবকিছুই ঠিকঠাক আছে। আমাকে একটু ধীর–সুস্থে এগোতে হবে। কারণ, এখন ফিজিও আমাকে সারিয়ে তোলার কাজ করছেন। কিন্তু এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’বার্সা মেসির চোট নিয়ে বিবৃতি দিলেও নিশ্চিত করেনি কত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে আগামী ২২ দিনের ভেতরে সাতটি ম্যাচ খেলতে হবে বার্সাকে। এ কারণে মেসিকে নিয়ে বার্সা ঝুঁকি নেবে না নিশ্চিত।বার্সার হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে গিয়ে ছোট পেয়েছিলেন। ক্লাব চাইছিল মেসি আর্জেন্টিনার হয়ে বাছাইপর্বের ম্যাচ দুটি না খেলেন। তবে ক্লাবের কথা না শুনে দেশের হয়ে উরুগুরের বিপক্ষে মাঠে নামেন। আর খেলতে গিয়েই মেসি আবার চোট বাঁধিয়েছেন। এবার চোটের কারণে দেশের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে তো বটেই বার্সেলোনা হয়তো পাঁচবারের বর্ষসেরাকে পাচ্ছে না চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে।এমআর/পিআর
Advertisement