সরকারি অনুদান পান না কক্সবাজারে ১১ হাজার ৮৪জন প্রতিবন্ধী শিশু-কিশোর। একই পরিবারের একাধিক শিশুসহ এক গ্রামে ৬-৭ জন করে প্রতিবন্ধী থাকলেও সরকারি ভাতা জোটেনি তাদের ভাগ্যে। জেলা সমাজসেবা অধিদফতরের হিসাব অনুয়ায়ী চলতি ২০১৬ সাল পর্যন্ত কক্সবাজারে ১৯ হাজার ৮৪ জন প্রতিবন্ধী শিশু শনাক্ত করা হলেও ভাতা পায় মাত্র আট হাজার জন। অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কক্সবাজারের উদ্যোগে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ অবহিতকরণ শীর্ষক সেমিনার আলোচকরা এসব কথা বলেছেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এডাব জেলা সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির সভাপতি মো. আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম মজুমদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রিতম কুমার চৌধুরী, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. রঞ্জন বড়ুয়া প্রমুখ। সেমিনারে প্রধান অতিথি ভবিষ্যতে জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে প্রতিবন্ধীদের সহযোগিতার আশ্বাস দেন। এডাব জেলা সদস্য সচিব বিমল চন্দ্র দে সরকারের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডাবের কর্মসূচি সমন্বয়কারী কাউছার আলম কনক, দৈনিক ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাত, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, নারী ও শিশু সরক্ষা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুশ শুক্কুর, প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে জেলা সার্বিক প্রতিবন্ধী উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক জয়নাব বেগম প্রমুখ। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুব্রত বিশ্বাস, দৈনিক পূর্বকোন’র জেলা প্রতিনিধি প্রিয়তোষ পাল পিন্টু, এক্সপেউরুল’র প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার কানন পাল, গ্রিন কক্সবাজারের প্রধান নির্বাহী ফজলুল কাদের চৌধুরী প্রমুখ। সায়ীদ আলমগীর/এএম/পিআর
Advertisement