আন্তর্জাতিক

রক্তের নতুন গ্রুপ?

‘এ’, ‘বি’, ‘এবি’ এবং ‘ও’- এই হলো মানুষের রক্তের গ্রুপ। এছাড়া ‘বম্বে গ্রুপ’ নামে একটি রক্তের গ্রুপের নামও মানুষের জানা। এরসঙ্গে চিকিৎসকরা এবার যুক্ত করছেন আরো একটি রক্তের গ্রুপ। যার নাম দেওয়া হচ্ছে ‘IRNA’। সম্প্রতি ভারতের গুজরাটের সুরাতে এক ব্যক্তির শরীরে মিলেছে নতুন এই গ্রুপের রক্ত।চিকিৎসকদের দাবি, এখন পর্যন্ত বিশ্বের কোথাও এই রক্তের গ্রুপ মেলেনি। ওই ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষা করে অবাক হন চিকিৎসকরা। কোনো গ্রুপের সঙ্গেই তার রক্ত মিলছিল না। এর জেরে ওই ব্যক্তির রক্তের নমুনা পাঠানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। তবে কার শরীরে নতুন এই রক্তের গ্রুপের সন্ধান মিলেছে তা জানাননি চিকিৎসকরা। তারা বলছেন, গবেষণার স্বার্থেই তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। নতুন রক্তের গ্রুপের বিষয়ে চিকিৎসকরা জানান, দেশের প্রথম দুই অক্ষর এবং ওই ব্যক্তির নামের প্রথম দুই অক্ষর মিলিয়েই এই নামকরণ করা হয়েছে।এনএফ/এমএস

Advertisement