জোকস

আজকের জোকস : তিনটি প্রশ্নে ১৫ হাজার টাকা

তিনটি প্রশ্নে ১৫ হাজার টাকানতুন এক মক্কেল বিখ্যাত এক উকিলের সঙ্গে দেখা করতে এসেছেন-মক্কেল : আচ্ছা, আপনার ফি কত?উকিল : আমি প্রতি তিনটি প্রশ্নের উত্তরে ১৫ হাজার টাকা নিই।মক্কেল : কেন, আপনি এত বেশি টাকা নেন কেন?উকিল : এটাই তো আমার ন্যায্য পারিশ্রমিক। হাতে সময় কম। এবার আপনার তিন নম্বর প্রশ্নটি বলে ১৫ হাজার টাকা দিয়ে জলদি কেটে পড়ুন!****আমি চুরি করিনিউকিল : আচ্ছা, আপনি ওই লোকের ঘড়ি চুরি করলেন কেন?মক্কেল : না! আমি তো চুরি করিনি। তিনি নিজেই আমাকে ঘড়িটি দিয়েছেন।উকিল : কী বলছেন! তিনি কখন আপনাকে ঘড়িটি দিলেন?মক্কেল : কেন? আমি যখন আমার বন্দুকটি দেখালাম!****আপনার মতো উটকোগোপাল একবার এক বড় মেলায় বেড়াতে গিয়েছিল। মেলায় গোপাল খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় একটা উটকো লোক এসে গোপালকে জড়িয়ে ধরলো- উটকো লোক : আচ্ছা দাদা, কাশিতে মরলে লোক স্বর্গে যায় আর ব্যাসকাশীতে মরলে নাকি গাধা হয়। কিন্তু যারা কাশি ও ব্যাসকাশীর ঠিক মাঝখানে মরে, তারা কী হয়? আপনি বলতে পারেন দাদা আমার জানতে ইচ্ছে?গোপাল : মশায়, তারা আপনার মতো উটকো হয়। কথা নেই বার্তা নাই চেনা নাই শোনা নাই… দুম করে জড়িয়ে ধরে প্রশ্ন। একে বলে উটকো লোক।****সূর্য উঠেছে কিনাএকদিন জরুরি দরকারের জন্য গোপালের খুব সকালে উঠেই রাজদরবারে যাবার কথা। সে স্ত্রীকে বলল- গোপাল : আমি ঘুমিয়ে পড়লে আমাকে ডেকে দিও খুব ভোরবেলা। ভোর হয়নি। গোপালের ঘুম আগেই ভেঙে গেল। সে বলল-গোপাল : দেখ তো, বাইরে সূর্য উঠল কিনা? আমাকে বেরুতে হবে তাড়াতাড়ি। রাজবাড়িতে ভীষণ দরকার। স্ত্রী : ওমা, বাইরে যে অন্ধকার। কী দেখব? গোপাল : অন্ধকারে দেখতে না পাও, আলোটা জ্বেলে নিয়ে দেখলেই তো পারো সূর্য উঠেছে কিনা।এসইউ/পিআর

Advertisement