সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজের রেলিং ভেঙে চিনি বোঝাই ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুর তলা গ্রামের হাসন মোহাম্মদের ছেলে ট্রাকচালক আব্বাস আলী (৩০) ও একই গ্রামের সুলতান মাহমুদের ছেলে হেলপার সোহাগ আলী (২২)।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাত তিনটার দিকে ঢাকা থেকে একটি চিনি বোঝাই ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিল। ট্রাকটি উল্লাপাড়ার পূর্ব দেলুয়া ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ট্রাকসহ খাদে পড়ে যায়। রাতেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার কাজ শুরু করে। এসময় বগুড়া নগরবাড়ি মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে ট্রাকটি উপরে তোলা হলে এর ভেতর থেকে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় রয়েছে। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেবার পর এই মহাসড়ক দিয়ে সকালেই যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।উল্লেখ্য, দীর্ঘদিন থেকে উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া সেতু ও কামারখন্দ উপজেলার নলকা সেতুটি ঝুকিপূর্ণ থাকলেও সড়ক ও জনপথ বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আর এ কারণে মাঝে মধ্যেই এখানে দুর্ঘটনা ঘটছে।বাদল ভৌমিক/এফএ/পিআর
Advertisement