জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ ও শেষ দিন বুধবার জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগ। এর আগে মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনেই জয় তুলে নেয় ঢাকা বিভাগ।বুধবার চট্টগ্রাম বিভাগকে ২২৫ রানে হারিয়েছে রংপুর বিভাগ। রাজশাহী বিভাগের বিপক্ষে ২৮৫ রানে জয় পেয়েছে ঢাকা বিভাগ। আর সিলেট বিভাগকে ইনিংস ও ১৭৮ রানে হারিয়েছে খুলনা বিভাগ।ফতুল্লায় চট্টগ্রামের সামনে জয়ের টার্গেট দাঁড়িয়েছিল ৪২০ রান। মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করেছিল চট্টগ্রাম। শেষ দিনে বাকি ৭ উইকেট হারিয়ে আর মাত্র ১১১ রান যোগ করতে পেরেছে চট্টগ্রাম। ফলে ২২৫ রানের বড় জয় দিয়ে লিগ শুরু করেছে রংপুর বিভাগ। ম্যাচসেরা হয়েছেন রংপুরের নাঈম ইসলাম।শেষ দিনে হার ঠেকাতে ফলোঅন করা সিলেট বিভাগের প্রয়োজন ছিল ২১৬ রান, হাতে ছিল মাত্র ৩টি উইকেট। বুধবার আগের দিনের ৭ উইকেটে করা ১৩৭ রানের সঙ্গে আর মাত্র ৩৭ রান যোগ করে বাকি ৩ উইকেট হারিয়েছে সিলেট। ফলে এক ইনিংস ও ১৭৮ রানে ম্যাচ জিতেছে খুলনা বিভাগ। ম্যাচসেরা হয়েছেন খুলনার জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তুষার ইমরান।রাজশাহী বিভাগকে জয়ের জন্য ৪৬০ রানের টার্গেট দিয়েছিল ঢাকা বিভাগ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১০১ রান নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষ করেছিল রাজশাহী। বুধবার বাকি ৪ উইকেট হারিয়ে আর মাত্র ৭৩ রান সংগ্রহ করতে পেরেছে তারা। ২৮৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে ঢাকা বিভাগ। ম্যাচসেরা হয়েছেন ঢাকা বিভাগের মেহেদি মারুফ।এএইচ/আরআই
Advertisement