ইসরায়েলে একটি ভবনধসের ঘটনায় কমপক্ষে ১৫ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে। ভবনধসের কারণে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর তেল আবিবে ভবনধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। ভবনধসের কয়েক মিনিট পরেই সেখান থেকে ছয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে তেল আবিবের ইচিলোভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বেশ আশঙ্কাজনক। বাকি পাঁচজনের আঘাত গুরুতর নয়। তাদের তেল হাসোমার এবং বেইলিনসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনধসের পর যারা মাটি চাপা পড়েছেন তারা সবাই নির্মাণ শ্রমিক। প্রাথমিক খবরে বলা হয়েছে, দানিয়া সেবাস কোম্পানির নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ধসে পড়ার কারণেই ওই ভবনধসের ঘটনা ঘটে থাকতে পারে। ওই এলাকায় জরুরি সেবা পৌঁছানোর জন্য রাস্তা-ঘাট সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ওই ভবনের অধিকাংশ ফ্লোরই ধসে পড়েছে। বাকি ফ্লোরগুলোও যে কোনো সময় ধসে পড়তে পারে। টিটিএন/পিআর
Advertisement