জাতীয়

দগ্ধদের বিজিবির আর্থিক সহায়তা

পেট্রলবোমা হামলা আর নাশকতায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার সকাল ১০ টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের খোঁজ নিতে এসে এ আর্থিক সহায়তা প্রদান করেন।রোগীদের অসুবিধার কথা বিবেচনা করে তিনি ওয়ার্ডে প্রবেশ না করে বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে রোগীর আত্নীয়-স্বজনের সাথে দেখা করে সহমর্মিতা জানান এবং দগ্ধদের খোঁজখবর নেন।এ সময় মহাপরিচালক বিজিবি’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে মোট ৪৮ জন রোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।পরে তিনি সাংবাদিকদের জানান, বিজিবির পক্ষ থেকে সামান্য সাহায্য করা হয়েছে। বড় কোনো উপকার না হলেও কিছুটা কাজে লাগবে।মেজর আব্দুল আজিজ বলেন, নাশকতা রোধে বিজিবি, পুলিশ ও র্যাব এক সঙ্গে কাজ করছে। এ রকম সহিংসতায় দগ্ধ হয়ে আর কেউ যাতে বার্ন ইউনিটে না আসে আমরা সে চেষ্টা করছি।এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) মো. তৌফিকুল হাসান সিদ্দিকী, ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান এবং বার্ন ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।জেই্উ/বিএ/আরআইপি

Advertisement