‘অ্যারো-এক্স’। এটা এক ধরণের উড়ে চলা বাইক। দুজন আরোহী নিয়ে অল্প উচ্চতায় উড়ে যেতে পারবে বহুদূর। আগামী ৩ বছরের মধ্যে এ উড়ে চলা বাইক বাজারে আনবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান অ্যারোফেক্স। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ এ গাড়ি নিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে অ্যারো-এক্স হোভারবাইক নামের গাড়ি বাজারে ছাড়া হবে। গাড়ির দাম হতে পারে ৮৫ হাজার মার্কিন ডলার। এর সঙ্গে কিছু আনুষঙ্গিক খরচ যোগ হবে। গাড়ি কিনতে হলে আগেভাগে বুকিং দিতে হবে। ২০১৬ সালে এই অ্যারো-এক্স হোভারবাইক পরীক্ষামূলকভাবে আকাশে উড়ানো হবে। অ্যারো-এক্স নামের এই বাইক সর্বোচ্চ দুজন যাত্রী বহন করতে পারবে। ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে মাটি থেকে ৩ মিটার উঁচু দিয়ে এই বাইক উড়তে সক্ষম হবে। বর্তমানে অ্যারোফেক্স কর্তৃপক্ষ তাদের এই বাইক নিয়ে নানা পরীক্ষা চালাচ্ছে। নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অ্যারো-এক্স হোভারবাইক চাকার পরিবর্তে কার্বন ফাইবারের রোটর থাকায় এর ওঠানামার জন্য কোনো রানওয়ের প্রয়োজন হবে না। অ্যারোফেক্স কর্তৃপক্ষ জানায়, মোটরসাইকেল চালানোর মতো সহজ হবে এই বাইক নিয়ন্ত্রণ। এতে থাকবে মোটরসাইকেলের মতো গ্রিপ করে চালানোর সুবিধা। এ ক্ষেত্রে এক সপ্তাহ প্রশিক্ষণ নেয়ার প্রয়োজন হতে পারে।জ্বালানি ছাড়া এই বাইকের ওজন হবে ৩৬৫ কেজির কাছাকাছি। এতে সর্বোচ্চ ১৪০ কেজি ওজনের বস্তু বহন করা যাবে। একবার জ্বালানিভর্তি করা হলে এটি ৭৫ মিনিট পর্যন্ত উড়তে পারবে। নির্মাতাদের দাবি, এটি মূলত হবে স্পোর্টস-বাইক। একই সঙ্গে সাধারণ বাইক হিসেবেও ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটির প্রধান কারিগরি কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মার্ক ডি রোচ জানান, এই বাইক বিস্তীর্ণ এলাকা পরিদর্শনের ক্ষেত্রে ইতিবাচক কাজে লাগানো সম্ভব। যেসব এলাকায় সাধারণ যানবাহন চলাচলে অসুবিধা হয়, সেসব স্থানে এই বাইক সহজেই যাতায়াত করতে পারবে। প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধারকাজ, জরুরি ত্রাণব্যবস্থাপনা, এমনকি টহল যান হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে।
Advertisement