বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার এবং আর্মি মেডিকেল কোরের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনীপদের নাম: জুনিয়র কমিশন্ড অফিসার (পুরুষ)শিক্ষাগত যোগ্যতা: বিএ/বি.এসসি/বি.কমসহ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওথেরাপি)। স্নাতক/সমমান পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ২.০০/সমমান এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০০/সমমান।শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি বয়স: ১৫ নভেম্বর ২০১৬ তারিখে ২০-২৮ বছরপদের নাম: অন্যান্য পদবি (পুরুষ ও মহিলা)শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে জিপিএ ৩.০০/সমমানের ফলসহ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওথেরাপি)।শারীরিক যোগ্যতাপুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি নারী: উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চিক্ষুদ্র নৃগোষ্ঠী: পুরুষদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও নারীদের উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি বয়স: ১৫ নভেম্বর ২০১৬ তারিখে ১৭-৩০ বছরশর্ত: সাঁতার জানতে হবে। এছাড়া বিবাহিত ও অবিবাহিত বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।আবেদনপত্র সংগ্রহআবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০১৬ভর্তির তারিখনির্বাচন পদ্ধতিসূত্র: যুগান্তর, ০২ সেপ্টেম্বর ২০১৬এসইউ/এমএস
Advertisement