ফিলিস্তিনের নাগরিকেরা এই প্রথমবারের মত সরাসরি নিজেদের চিঠিপত্র গ্রহণ করতে পারবেন। এতদিন সব ধরনের পোস্ট বা চিঠিপত্র ইসরাইল হয়ে স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে পৌঁছাতো। কিন্তু এখন থেকে আর এমন হবে না। যার যার ব্যক্তিগত চিঠি তার কাছেই যাবে। খবর বিবিসির।রোববার এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই অঞ্চলকে আর্থিক লেনদেনসহ পূর্ণ পোস্টাল রাইটস দেয়া হয়েছে। এর মানে হচ্ছে নিজেদের নামে পাঠানো চিঠিপত্র গ্রহণ করতে পারবেন তারা।২০০৮ সালের এক মধ্যস্থতার ধারাবাহিকতার ফলশ্রুতিতে এই অধিকার দেয়া হলো। সেসময় মধ্যস্থতা করেছিল ইউনাইটেড নেশনস ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন যারা বিশ্বজুড়ে চিঠিপত্র আদান প্রদানের বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকে।টিটিএন/আরআইপি
Advertisement