সিরাজগঞ্জে অভিযান চালিয়ে মা ও দুই মেয়েসহ জেএমবির আত্মঘাতী শাখার চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বড়ইতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও কম্পিউটার জব্দ করা হয়। আটক জেএমবি সদস্যরা হলেন- আবু সাইদের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫), তার মেয়ে সাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং রফিকুল ইসলামের স্ত্রী মোছা. রাজিয়া (৩৫)। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ জানান, আটকরা সকলেই জেএমবির সক্রিয় সদস্য। সোমবার ভোরে তারা বড়ইতলা গ্রামের ফরিদুলের বাড়িতে জেলার বিভিন্ন এলাকায় নাশকতা চালানোর লক্ষে গোপন বৈঠক করছিলো। ফরিদুল জেএমবির একজন উচ্চপর্যায়ের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জেএমবি সদস্য সংগ্রহের চেষ্টা করছিল বলে জানায়। সংগঠনের হাইকমান্ডের নির্দেশ পেলেই ফিদায়ী হামলা অর্থাৎ আত্মঘাতী হামলার উদ্দেশ্যে ‘হিজরতে রওনা’ করতো বলেও জানায় তারা। আরো তথ্য জানার জন্য বর্তমানে তাদের ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। বাদল ভৌমিক/এফএ/এমএস
Advertisement