দুই বছর (২০১৪ ও ২০১৫ সাল) রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন কার্লো আনচেলোত্তি। লস ব্লাঙ্কসদের হয়ে জিয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। গত বছর রিয়ালের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন ইতালিয়ান কোচ। তার পরও রোনালদো-বেলদের খোঁজ রাখেন নিয়মিত।রিয়ালের প্রতি ভালোবাসা থেকেই হয়তো আনচেলোত্তি জানালেন, ব্লাঙ্কসদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ হবেন না কখনো। বলেন, ‘না, আমি কখনো বার্সা কিংবা অ্যাটলেটিকোর কোচ হব না। আমি ঐতিহাসিক দ্বৈরথকে সম্মান করি। একইভাবে আমি লাজিও কিংবা ইন্টারের দায়িত্ব নিতাম না (এসি মিলানের কোচ)।’তবে বার্সা ও অ্যাটলেটিকোর প্রতি যথেষ্ট সম্মান রয়েছে। ব্যক্তিত্বকে প্রাধান্য দেয়া কোচ আনচেলোত্তি বলেন, ‘আমার কাছে ইতিহাস ও ঐতিহ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাটলেটিকো ও বার্সার প্রতি সম্মান রেখেই বলছি, আমি এই দুই ক্লাবে ট্রেনিং করাতাম না। কারণ, তাদের প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে দুই বছর কোচের দায়িত্বে ছিলাম।’এনইউ/এমএস
Advertisement