আন্তর্জাতিক

সমবেদনা জানাতে সৌদি আরবে ওবামা

ভারত সফর শেষেই সৌদি আরব ছুটে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বাদশাহ আবদুল্লাহর প্রয়াণে সমবেদনা জানানো এবং নতুন বাদশাহ সালমানের সঙ্গে সম্পর্ক জোরদার করতেই মঙ্গলবার সৌদি আরব সফর করেন তিনি। ওবামার ৪ ঘণ্টার সৌদি সফরে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সিনেটর ম্যাককেইন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন ব্রেনানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। ওবামা সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই নতুন বাদশা সালমান তাকে স্বাগত জানান।ওবামাকে লালগালিচা সংবর্ধনা দেয় দেশটি। এ সফরে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়টি প্রাধান্য পাবে। তবে নতুন বাদশাহর সঙ্গে ওবামার আলোচনায় মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনা এবং ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূলের বিষয়টিও আলোচিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ইয়েমেন সংকট নিয়েও দু`পক্ষের কথা হবে।এআরএস

Advertisement