জাতীয়

পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় পাকিস্তানের বিরূপ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান এই তলব করেন। মীর কাসেমের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে, তার বিষয়ে তীব্র প্রতিবাদ জানাবে ঢাকা। একই সঙ্গে এ বিষয়ে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে একটি কূটনৈতিক পত্রও তুলে দেওয়া হবে।মানবতাবিরোধী অপরাধে গতকাল শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। এরপরই বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের বিবৃতির পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের ডিসেম্বরের আগের ‘কথিত অপরাধে’ মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে। মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।বিবৃতিতে আরো বলা হয়, বিরোধী দলকে দমনের উদ্দেশ্যে ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে বিরোধী নেতাদের হত্যা করা হচ্ছে, যা গণতন্ত্রের পুরোপুরি পরিপন্থী। মীর কাসেমের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয় বিবৃতিতে।উল্লেখ্য, এর আগেও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের অন্যান্য নেতার মৃত্যুদণ্ড কার্যকরের পর একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান।জেএইচ/এবিএস

Advertisement