ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো এমন আকর্ষণীয় দ্বৈরথ ফুটবলবিশ্বে খুব কমই দেখা গেছে। এবার খেলার মাঠ ছেড়ে এ দ্বৈতরত ছড়িয়ে পড়লো ইএ স্পোর্টসের ভিডিও গেম ফিফা ১৭ তে। আর এ দ্বৈতরতে মেসিকে ছাড়িয়ে গেলেন রিয়াল তারকা রোনালদো। ইএ স্পোর্টসের ভিডিও গেম ফিফা ১৭ তে পয়েন্টের হিসাবে ৯৪ পয়েন্ট নিয়ে মেসির চেয়ে এগিয়ে আছে রোনালদো। আর মেসির পয়েন্ট ৯৩। তার মানে ফিফার হিসাবে রোনালদোই বেশি প্রতিভাবান।পেস, শুটিং, ডিফেন্ডিং ও শারীরিক সক্ষমতায় রোনালদো পেছনে ফেলেছেন মেসিকে। মেসি আবার এগিয়ে আছেন পাসিং ও ড্রিবলিংয়ে। সব মিলিয়ে অবশ্য পেছনে পড়ে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু এই দুজনের পর কারা? ৯২ পয়েন্ট নিয়ে তিনে আছেন দুই বার্সা-সতীর্থ নেইমার, লুইস সুয়ারেজ ও বায়ার্নের ম্যানুয়েল নয়্যার।এমআর/পিআর
Advertisement