সিরিয়ায় আরো ট্যাংক মোতায়েন করেছে তুরস্ক। জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই করতে সিরিয়ার উত্তরাঞ্চলে আরো ট্যাংক মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম। খবর বিবিসির। তুরস্কের কিলিস শহরের কাছাকাছি সীমান্ত অতিক্রম করেছে এসব ট্যাংক। স্থানীয় সাংবাদিকদের দাবি, গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন এবং সিরিয়া থেকে ধোঁয়া উঠতে দেখেছেন। তুরস্কের সেনাবাহিনীর প্রবেশের কারণে ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে দেখা গেছে। তুরস্কের সমর্থিত সিরীয় বিদ্রোহীরা জানিয়েছে, তারা আইএসের হাত থেকে কমপক্ষে আটটি গ্রাম পুনর্দখল করেছে। তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইএসের অবস্থানে কামান হামলার জন্য এসব ট্যাংক মোতায়েন করা হয়েছে। তুরস্ক থেকে কমপক্ষে আরো ২০টি ট্যাংক মোতায়েন করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, বিদ্রোহীরা আইএসের হাত থেকে জারাবাস এবং পশ্চিমের বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে। টিটিএন/পিআর
Advertisement