তথ্য প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য সরকার দেশে ৫৫ হাজার ফ্রিল্যান্সর তৈরি করবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘মাঠ পর্যায়ে আউটসোর্সিংয়ে দক্ষতা উন্নয়নে চাই আপনার মতামত’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।পলক বলেন, ঘরে বসে পরিবারের সঙ্গে থেকে আয়ের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আউটসোর্সিংয়ের উৎস থেকে আয় করা। এজন্য প্রয়োজন দক্ষ আইটি ফ্রিল্যান্সার তৈরি করা। এসব বিবেচনায় নিয়েই সরকার ৫৫ হাজার দক্ষ আইটি ফ্রিল্যান্সার তৈরির জন্যই ১৮০ কোটি টাকা ব্যয়ে লার্নিং অ্যান্ড আর্নিং শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। সরকার খুব শীঘ্রই দেশের সাতটি বিভাগে এ প্রকল্পের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।মানসম্মত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যারা নির্ধারিত সময়ে প্রশিক্ষণ নিতে ব্যর্থ হবেন তাদের হতাশ হবার কারণ নেই। তাদের জন্য ভ্রাম্যমান প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।তথ্যপ্রযুক্তির অবাধ ও ব্যাপক ব্যবহার এ প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সেবা মানুষের দোর গোড়ায় পৌছে দিয়েছেন।মূল প্রবন্ধ উপস্থাপন কালে ওডেক্স-ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান বলেন, বৈশ্বিক বাজারে ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের অবস্থান সমুন্নকরণে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বিশ্বের বড় বড় কোম্পানীগুলো তাদের কাজ অনলাইন বাজার থেকে করিয়ে নিচ্ছে। সে কারণে এ বাজারে বাংলাদেশের ফ্রিল্যানাসারদের প্রবেশের জন্য ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব শ্যামা প্রসাদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন- বিসিসি নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি শামীম আহসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সভাপতি আহমেদুল হক প্রমুখ।আরএস
Advertisement