দেশের ৭০ ভাগ রেলক্রসিং জনবলহীন উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গত ১ আগস্ট ঝিনাইদহে বারোবাজার এলাকায় এক রেল দুর্ঘটনায় বিয়ের ১১ যাত্রী মারা যায়। এটা আমাদের কাম্য নয়। তাই সরকারকে রেলের দিকে নজর দিতে হবে।শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, খুব শীঘ্রই রেলক্রসিংয়ের জনবলশূন্য স্থানে লোক নিয়োগ দিতে হবে। পাশাপাশি রেলক্রসিংয়ের সংখ্যাও কমাতে হবে। শুধু দুই-একজনকে সাসপেন্ড করে তদন্ত কমিটি গঠন করে বসে থাকা যাবে না। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।বিএনপির আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের এ নেতা বলেন, একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারকে আরেকটি নির্বাচনের মাধ্যমে সরানো যায়। মাঝখানে আর কোনো পথ নেই। আন্দোলনের মাধ্যমে কোনো সাংবিধানিক সরকারকে উৎখাত করা যাবে না।ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।
Advertisement