তথ্যপ্রযুক্তি

ফেসবুক হ্যাকড হয়নি

জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ও তাদের ছবি শেয়ারিং সাইট ইনস্ট্রাগ্রাম মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে ঘণ্টাখানেক কার্যত বন্ধ হয়ে যায়। এ সময় বিশ্বজুড়ে কোথাও ফেসবুক অ্যাকসেস করা যায়নি।বেলা ১১.৫০ মিনিট থেকে প্রায় ঘণ্টাখানেক ধরে ফেসবুকের হোমপেজে দেখাতে থাকে "সামথিং ওয়েন্ট রং"। ঘটনা নতুন মাত্রা নেয় যখন একদল হ্যাকার টুইটারের মাধ্যমে ফেসবুক হ্যাক করার দাবি তুলে। একটি টুইটেই সর্বত্র হইচই পড়ে যায়। টুইটারে সংগঠনটি দাবি করে তারাই ফেসবুক হ্যাক করেছে।তবে সব জল্পনা থামাতে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ফেসবুক। বিজ্ঞপ্তিতে জানানো হয় "এটা কোন থার্ড পার্টির অ্যাটাক নয়, আমাদের অভ্যন্তরীণ আপগ্রেডেশনের জন্যই বিপর্যয়টি ঘটেছে"।# ফেসবুক ৪০ মিনিট বন্ধআরআই/আরএস

Advertisement