আন্তর্জাতিক

ইউরোপের শর্ত মানছে না তুরস্ক

ইউরোপের শর্ত মানছে না তুরস্ক। চুক্তির মাধ্যমে ইউরোপে শরণার্থী স্রোত কমাতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর বদলে ইউরোপে নিজেদের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের অধিকার আশা করেছিল তুরস্ক। কিন্তু তুরস্ক এখনো সব শর্ত মেনে না নেওয়ায় ইইউ সেই সুবিধা দিতে প্রস্তুত নয়।এমনই এক জটিল পরিস্থিতিতে আঙ্কারা সফর করলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলতসো ও শরণার্থী বিষয়ক কমিশনার দিমিত্রিস আভ্রামোপুলোস।তুরস্ক জানিয়েছে, বিদেশের চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয় তারা। অর্থাৎ সন্ত্রাস দমনের লক্ষ্যে বিতর্কিত আইনের সংস্কার করা হবে না। অথচ এটাই ছিল ইউরোপে ভিসামুক্ত প্রবেশাধিকারের অন্যতম প্রধান শর্ত।এ বিষয়ে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, ব্যর্থ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই আইন তুরস্কের কাছে জীবন-মরণের বিষয়। এই অবস্থায় তুরস্ক শরণার্থী বিষয়ক চুক্তি কার্যকর করবে না বলে জানিয়েছেন তিনি।টিটিএন/এমএস

Advertisement