ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্মম হামলার প্রায় এক মাস হতে চলেছে। ইতিহাসের নিষ্ঠুরতম এ হামলায় ইতোমধ্যে প্রায় দেড় হাজারের মতো লোক প্রাণ হারিয়েছেন। গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইজরায়েলি হামলায় রেকর্ডসংখ্যক প্রাণহানির ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে। তবে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবের পক্ষ থেকে এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য আসেনি। অবশেষে ইজরায়েলি নিষ্ঠুরতা নিয়ে দীর্ঘ নিরবতা ভাঙল দেশটি। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ গাজায় ইজরায়েলি হামলায় আন্তর্জাতিক নিস্ক্রিয়তার নিন্দা জানিয়ে একে `মানবতার বিরুদ্ধে যুদ্ধ` বলে বর্ণনা করেছেন। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে তার পক্ষে পঠিত এক ভাষণে এসব কথা বলেন সৌদি বাদশাহ। খবর রয়টার্সেরভাষণে বাদশাহ আবদুল্লাহ বলেন, `আন্তর্জাতিক সম্প্রদায় পুরো অঞ্চলে [মধ্যপ্রাচ্য] যা ঘটছে তা নিরবে পর্যবেক্ষণ করেছে, যা ঘটছে তার প্রতি উদাসীন রয়েছে, মনে হচ্ছে যেন যা ঘটছে তা তাদের উদ্বেগের বিষয় নয়। নিরবতার কোনো যুক্তি নেই।`বাদশাহ আবদুল্লাহ ইসলামী জঙ্গিদেরও সমালোচনা করেছেন। তার ভাষায় জঙ্গিরা ইসলামী শিক্ষাপ্রদানের বিপরীতে নিরপরাধ মানুষকে খুন করছে। তাই তিনি জঙ্গিদের হাতে ইসলামের ছিনতাই ঠেকাতে অঞ্চলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইজরায়েলি বিমান, নৌ ও স্থল হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার চারশ` ৯৯ জনের প্রাণহানি ঘটেছে বলে ভূখণ্ডটির কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় আরো প্রায় সাত হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।
Advertisement