আন্তর্জাতিক

কোকাকোলার কারখানা থেকে ৩৭০ কেজি কোকেন উদ্ধার

ফ্রান্সে কোকাকোলার একটি কারখানা থেকে প্রায় ৩৭০ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই কারখানায় ঢুকে অরেঞ্জ জুসের কনটেইনার থেকে ওই বিপুল পরিমাণ কোকেন উদ্ধার করেছে। ভূমধ্যসাগরীয় উপকূলীয় সিনজিস শহরে কোকাকোলার ওই কারখানায় বিভিন্ন ধরনের পানীয় উৎপাদন করা হয়। ওই কারখানায় কোস্টারিকা থেকে বিভিন্ন ধরনের জুস এসেছিল। ওই জুসের কনটেইনারেই কোকেন পাওয়া গেছে। এনিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া কোকেনের বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ মিলিয়ন ইউরো। ফ্রান্সে এই প্রথম এত বড় অংকের মাদকদ্রব্য উদ্ধার করা হলো। তবে কোকাকোলা কর্তৃপক্ষের দাবি, ঘটনার সঙ্গে মাদকচক্রের যোগাযোগ নেই। তবে কিভাবে ওই কারখানায় কোকেন এসে পড়েছে তা বের করতে তদন্ত শুরু হয়েছে।ফ্রান্সে কোকাকোলার মুখপাত্র জানিয়েছেন, কারখানার কর্মচারীরা ওই মাদকদ্রব্য সম্পর্কে পুলিশকে জানিয়েছে। যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।  ওই মুখপাত্র জানিয়েছেন, কোস্টারিকা থেকে আসা অরেঞ্জ জুসের কন্টেইনারে ওই মাদকদ্রব্য পাওয়া গেছে। কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাদের পানীয়তে কখনোই এ ধরনের মাদকদ্রব্য মেশায় না।টিটিএন/এমএস

Advertisement