খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় হার

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের আগে প্রস্তুতিটা ভালো হল না বাংলাদেশ ফুটবল দলের। স্বাগতিক মালদ্বীপের কাছে ৫-০ ব্যবধানে উড়ে গেছে টম সেইন্টফিটের শিষ্যরা।  তবে ম্যাচের শুরুতে গোল প্রথম সুযোগ পায় বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের। বক্সের মধ্যে শাখাওয়াত হোসেন রনির শট কর্নারের বিনিময়ে ফেরার মালদ্বীপের গোলরক্ষক মোহাম্মদ ইমরান। ২৩তম মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে বাংলাদেশের সোহেল রানার নেওয়া শট কর্নারের বিনিময়ে ফেরান ইমরান। ৩২তম মিনিটে জাফর ইকবালের হেড মালদ্বীপের পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। ফলে প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে নিজেদের হারিয়ে ফেলে লাল-সবুজ শিবির। ম্যাচের ৫৩ মিনিটে আহমেদ আব্দুল্লাহর বাড়ানো ক্রসে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আসাদুল্লাহ। সাত মিনিট পর বাঁ দিক থেকে আশফাকের বাড়ানো ক্রস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন আসাদুল্লাহ।ম্যাচের ৭৮তম মিনিটে আশফাকের তৈরি করে দেওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে স্কোরলাইন ৩-০ করেন বদলি নামা হামজাথ। আর আহমেদের বাড়ানো বল ধরে ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূরণের আনন্দে মাতেন আসাদুল্লাহ। যোগ করা সময়ে মালদ্বীপকে পঞ্চম গোল এনে দেন ইসা।উল্লেখ্য, আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের প্রথম লেগে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।এমআর/পিআর

Advertisement