আন্তর্জাতিক

ফ্রান্সে কঠোর নিরাপত্তার মধ্যে স্কুলে ফিরছে শিশুরা

সাম্প্রতিক বেশ কয়েকটি জঙ্গি হামলার পর ফ্রান্সে নতুন নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটির স্কুলগুলো আবারো চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের এক কোটি ২০ লাখ শিশু স্কুলে যেতে শুরু করেছে। নতুন নিরাপত্তা ব্যবস্থায় হামলায় আক্রান্ত হলে লোকজনকে আত্মরক্ষার উপায় অথবা পালিয়ে প্রাণ বাঁচানো এবং পরস্পরকে কীভাবে সহায়তা করবে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। একই সঙ্গে হামলার সময় কীভাবে রক্ষা পাওয়া যাবে সে বিষয়ে বছরে তিনটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হবে। দেশটির স্কুলগুলোর প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ফ্রান্সের শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হয়েছে। দেশজুড়ে এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষাব্যবস্থার সংস্কারসহ নিরাপত্তা ব্যবস্থায় নতুনত্ব এনেছে কর্তৃপক্ষ। এর আগে, গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলায় ১৩০ জনের প্রাণহানি ঘটে। এরপর থেকেই দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। নভেম্বরের ওই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। পরে আবারো জঙ্গি হামলার শিকার হয়েছে ফ্রান্স। দেশটির নিস শহরে জাতীয় দিবসের অনুষ্ঠানে জনগণের ওপর ট্রাক চালিয়ে অন্তত ৮৬ জনকে হত্যা করেছে আইএস। আইএসের অভিনব পদ্ধতির এ হামলা নাড়া দিয়েছে বিশ্বকে।এসআইএস/এবিএস

Advertisement