আজকের আয়োজন

সাধারণ জ্ঞান : ধাতব ও অধাতব রসায়ন- শেষ পর্ব

যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘ধাতব ও অধাতব রসায়ন’ নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : কী মেশালে রাবার শক্ত, নমনীয় ও দীর্ঘস্থায়ী হয়? উত্তর : রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে উত্তপ্ত করলে। ২. প্রশ্ন : রাবারের সঙ্গে গন্ধক মিশিয়ে উত্তপ্ত করাকে কী বলা হয়? উত্তর : ভলকানাইজেশন।৩. প্রশ্ন : বায়ুর প্রধান উপাদান কয়টি?উত্তর : ২টি।৪. প্রশ্ন : বায়ুর প্রধান উপাদান ২টি কী কী?উত্তর : অক্সিজেন ও নাইট্রোজেন।৫. প্রশ্ন : হাইড্রোজেন গ্যাস কোন ধরনের?উত্তর : দাহ্য। ৬. প্রশ্ন : হাইড্রোজেন গ্যাসে কখন মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে?উত্তর : বেলুনে ব্যবহার করলে যদি বিস্ফোরণ ঘটে। ৭. প্রশ্ন : বর্তমান বেলুনে হাইড্রোজেনের পরিবর্তে কী ব্যবহার করা হচ্ছে?উত্তর : হিলিয়াম।৮. প্রশ্ন : ওয়াটার গ্যাস কাকে বলে?উত্তর : কার্বন মনো অক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে।৯. প্রশ্ন : ল্যাফিং গ্যাস কাকে বলে?উত্তর : নাইট্রাস অক্সাইডকে।১০. প্রশ্ন : আমরা যে চক দিয়ে লিখি তা হলো-উত্তর : ক্যালসিয়াম কার্বনেট।১১. প্রশ্ন : দিয়াশলাই তৈরিতে কী ব্যবহৃত হয়?উত্তর : সালফার বা গন্ধক।১২. প্রশ্ন : দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে যে কঠিন পদার্থ তৈরি হয় তাকে কী বলে?উত্তর : শংকর ধাতু।১৩. প্রশ্ন : ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?উত্তর : লোহা বা ইস্পাতের তৈরি সামগ্রীর উপর নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম সোনা, প্লাটিনাম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়াকে।১৪. প্রশ্ন : নানা প্রাকার রং তৈরিতে কী ব্যবহৃত হয়?উত্তর : সালফার বা গন্ধক।১৫. প্রশ্ন : সার তৈরিতে কী ব্যবহৃত হয়?উত্তর : সালফার বা গন্ধক।১৬. প্রশ্ন : কোনো দ্রবনের PH বলতে কী বোঝায়? উত্তর : কোনো দ্রবনের হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্বক লগারিদমকে। ১৭. প্রশ্ন : কোনো দ্রবনের PH এর মান কখন নিরপেক্ষ?উত্তর : ৭ হলে।১৮. প্রশ্ন : দ্রবনের PH এর মান কখন ক্ষারীয়?উত্তর : ৭ এর বেশি হলে।১৯. প্রশ্ন : দ্রবনের PH এর মান কখন অম্লীয়?উত্তর : ৭ এর কম হলে।২০. প্রশ্ন : মনো সোডিয়াম গ্লুটামেট কী?উত্তর : টেস্টিং সল্টের রাসায়নিক নাম।এসইউ/পিআর

Advertisement