রাজনীতি

গাজার বিষয়ে শেখ হাসিনা নিশ্চুপ : ব্যারিস্টার রফিক

শেখ হাসিনা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিলেও গাজা হামলার বিষয়ে তাঁর প্রতিবাদী কণ্ঠ নীরব ও নিশ্চুপ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, গাজায় ফিলিস্তিনীদের উপর হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমন কোনো জোরালো ভূমিকা রাখতে পারেননি। তিনি বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিলেও গাজা হামলার বিষয়ে তার প্রতিবাদী কণ্ঠ নীরব ও নিশ্চুপ।ব্যারিস্টার রফিক বলেন, সরকারের উচিত ছিল দেশের সব পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানানো। প্রধানমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিলে দেশের জনগণ অংশ নিত। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।বিএনপির এই প্রবীণ আইনজীবী ওআইসি, জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দ ও বিশ্ব বিবেকের কাছে আহবান জানিয়ে বলেন, অবিলম্বে গাজায় অন্যায় হামলা বন্ধের কার্যকর ভূমিকা রাখতে উদ্যোগ গ্রহণ করুন।এ সময় সব মানবাধিকার সংস্থাকে ঐক্যবদ্ধ হয়ে এ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি।

Advertisement