আন্তর্জাতিক

মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ : নিহত ৫

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত ৫ যাত্রী নিহত হয়েছেন। আলাস্কার পশ্চিমাঞ্চলের আকাশে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  দুই বিমানে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানায়নি কর্তৃপক্ষ। আলাস্কা ন্যাশনাল গার্ড বলছে, দুটি বিমানে মোট ৫ যাত্রী ছিলেন। বিমানের সৈনিকরা বলছেন, রাশিয়ান মিশনে থাকা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের মাঝ আকাশে সংঘর্ষের পর একটি গ্রামের ওপর বিধ্বস্ত হয়েছে। ফক্স নিউজ বলছে, ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা সংঘর্ষে ৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তারা বলছেন, বিমানের ভেতরে থেকে কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। আলাস্কা ন্যাশনাল গার্ডের কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানান, সংঘর্ষে বিধ্বস্ত হ্যাজল্যান্ড অ্যাভিয়েশন সেসনা ২০৮ কারাভানের বিমানে তিন আরোহী ও রেনফ্রোর আলাস্কান অ্যাডভেঞ্চারারস পাইপার পিএ-১৮ বিমানে দুই আরোহী ছিলেন। তবে বিমান দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হ্যাজল্যান্ড ও রেনফ্রো কর্তৃপক্ষ।এসআইএস/এবিএস

Advertisement