জাতীয়

বিমানবন্দরে কড়াকড়ি

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ ঢাকা পৌঁছানোর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার র্যাব, পুলিশ ও আর্ম পুলিশ যৌথভাবে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।বিমানবন্দ থেকে জাগোনিউজের নিজস্ব প্রতিবেদক জসিম উদ্দিন জানান, সকাল থেকে যাত্রী, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী ছাড়া কারো গাড়ি মূল ফটক দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকলকেই প্রবেশের সময় তল্লাশি করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত র্যাব পুলিশ ও আর্ম পুলিশ।জানা গেছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কোকোর কফিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।বিএনপির সূত্র জানায়, বিমানবন্দরে মরদেহ গ্রহণ করবেন ড. আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতা। মরদেহ সরাসরি গুলশানে নেওয়া হবে। আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।প্রসঙ্গত, গত শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মারা যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।এসআই/জেইউ/ এএইচ

Advertisement