জাতীয় দলকে বিদায় জানানোর প্রায় ৭ বছর পর এবার ক্লাব ফুটবলের ইতি টানলেন আর্জেন্টাইন প্লে মেকার রিকুয়েলমে। সোমবার আর্জেটাইন গণমাধ্যম ইএসপিএন স্পোর্টস সেন্ডারকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়ে দিলেন আর্জেন্টাইন এই প্লে মেকার।১৯৯৬ সালে বোকা জুনিয়র্সের হয়ে পেশাদারি ক্লাব ফুটবলে পা রাখেন রিকুয়েলমে। যেখান থেকে শুরু করলেন সেই আর্জেন্টিনা থেকেই ক্যারিয়ার শেষ করলেন এ তারকা। মাঝে স্প্যানিশ লা লিগার দুই জায়ান্ট বার্সেলোনা ও ভিয়ারিয়ালের হয়ে খেলেছিলেন আক্রমণভাগের এই প্লে মেকার।ধারণা করা হচ্ছিল বোকা জুনিয়র্স থেকে পর্তুগিজ ক্লাব কেরো পোর্তেনোতে যোগ দেবেন রিকুয়েলমে। কিন্তু আর্জেন্টাইন সাবেক তারকা ফুটবলার গুজব উড়িয়ে দিলেন অবসর সিদ্ধান্ত জানিয়ে।এ সম্পর্কে রিকুয়েলমে বলেন ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ফুটবল খেলা বন্ধ করে দেব। সপ্তাহের সবচেয়ে সুন্দর দিন হিসেবে রোববার থেকে আমি আর খেলব না। এখন থেকে আমিও একজন সমর্থক।উল্লেখ্য ১৯৯৭ সালে ১৯ বছরে আর্জেন্টিনার হয়ে অভিষেক হওয়ার পর মোট ৫১টি ম্যাচে ১৭টি গোল করেছিলেন রিকুয়েলমে। ব্ল-স্কাইদের হয়ে ২০০৬ বিশ্বকাপও খেলেছেন তিনি।এমআর
Advertisement