খেলাধুলা

‘আর্জেন্টিনার জার্সিতে মেসির না খেলাটা পাপ হতো’

শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। টানা তিনবার ফাইনালের হার মেনে নিতে পারেননি লিওনেল মেসি। তাই জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন তিনি। জেরার্ডো মার্টিনোর বিদায়ের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব পাওয়ার এদয়ার্দো বাউজা ব্যস্ত হয়ে যান মেসিকে ফেরাতে। বার্সেলোনায় বাউজার সঙ্গে আলোচনা করতেই ফের জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে রাজি হয়ে যান আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি। এতে ভীষণ খুশি হাভিয়ের মাচেরানো। জানালেন, মেসি না ফিরলে বিশ্ব ফুটবলে এর প্রভাব পড়তো। আর আর্জেন্টিনার জার্সিতে মেসির না খেলাটা বড় পাপ হতো।  মেসির ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাচেরানো বলেন, ‘লিও একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। আর্জেন্টিনার জার্সিতে মেসির না খেলাটা পাপ হতো, হতাশারও বটে। এর খারাপ প্রভাব পড়তো আমাদের দলে। প্রভাব পড়তো বিশ্ব ফুটবলেও।`এনইউ/এমএস

Advertisement