আন্তর্জাতিক

রাষ্ট্রপতির ওয়েবসাইট হ্যাকের অভিযোগে স্কুলছাত্র রিমান্ডে

রাষ্ট্রপতির ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে শ্রীলঙ্কায় এক স্কুলছাত্রসহ দুজনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত। এপ্রিলে দেশটির নববর্ষের দিন এ লেভেল পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে ওই স্কুলছাত্র প্রেসিডেন্টের ওয়েবসাইট হ্যাক করেছে। কর্মকর্তারা বলছেন, সোমবার প্রেসিডেন্টের ওয়েবসাইট হ্যাকিংয়ে জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রকে গ্রেফতার করে দেশটির পুলিশ। ওই স্কুলছাত্রকে সহযোগিতার অভিযোগে পরের দিন আরো এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। একজন আইনজীবী জানান, মঙ্গলবার ওই দুই সন্দেহভাজনকে আদালতে তোলা হয়েছিল। আদালত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন। দ্বিতীয় সন্দেহভাজনের আইনজীবী মানজু শ্রী চন্দ্রসীন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, কম্পিউটার অপরাধ আইনের আওতায় পুলিশ একটি অভিযোগ দায়ের করেছে। এ ছাড়া আদালত শুক্রবার পর্যন্ত ওই দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য  রিমান্ড মঞ্জুর করেছেন। ১৭ বছর বয়সী ওই স্কুলছাত্রকে আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। শুক্রবার ও শনিবার প্রেসিডেন্ট সিরিসেনার ওয়েবসাইট  হ্যাক হয়। হ্যাকাররা নিজেদের ‘শ্রী লঙ্কান ইয়ুথ’ বলে পরিচয় দেয়। দেশটিতে এপ্রিলে নববর্ষ অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালন করা হয়। এ বছর এ লেভেল পরীক্ষার তারিখ নববর্ষের দিন পড়ায় তা পরিবর্তনের দাবি জানিয়ে প্রেসিডেন্টের ওয়েবসাইটে বার্তাজুড়ে দেয় হ্যাকাররা। এতে বলা হয়, এপ্রিলে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে না পারলে প্রেসিডেন্ট নির্বাচন দিন। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হলেও চলতি বছরে তা এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা সরকার। এসআইএস/এমএস

Advertisement