আন্তর্জাতিক

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ৮২

সিঙ্গাপুরে এ পর্যন্ত ৮২ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বিদেশি নির্মাণ শ্রমিক। দেশটিতে খুব দ্রুত জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে, নতুন করে আরো ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পূর্বাঞ্চলীয় আলজুনাইদ এলাকায়। সেখানেই প্রথম জিকার প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে।  দেশটিতে জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে অধিকাংশই বিদেশি শ্রমিক। এরা একটি প্রজেক্টের কাজে দেশটিতে অবস্থান করছেন। ব্রাজিলে প্রথম জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। বর্তমানে বিশ্বের প্রায় ৫৮টি দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে এই রোগে জ্বর এবং শরীরে হালকা ফুসকুরি ছাড়া তেমন কোনো লক্ষণ দেখা যায় না। তবে গর্ভবতী নারীরা জিকা ভাইরাসে আক্রান্ত হলে তাদের সদ্যজাত সন্তান মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হতে পারে। মাইক্রোসেফেলি এমন একটি রোগ যে রোগে সদ্যজাত শিশুর মস্তিষ্ক অপেক্ষাকৃত ছোট আকৃতির হয়। এতে শিশুদের স্বাভাবিক বুদ্ধি ব্যাহত হতে পারে। টিটিএন/এমএস

Advertisement