ফিচার

বন্যাদুর্গতদের জন্য ফোরাম এসডিএ‎র কুরবানি

‘ঈদ আনন্দ ২০১৬’- এ শিরোনামে বন্যাদুর্গত ও অসহায় মানুষের জন্য কোরবানি দিতে যাচ্ছে ফোরাম এসডিএ টিম। ঈদের তৃতীয় দিন তারা অসহায় দুর্গত মানুষের হাতে কুরবানির মাংস পৌঁছে দেবেন। এছাড়া তাদের মানসিক শক্তি ফিরিয়ে আনার জন্য থাকবে বিনোদন, খেলাধুলা ও পুরস্কার বিতরণের ব্যবস্থা।ফোরাম এসডিএ টিম গতবছর বগুড়ার খাটিয়ামারি চরে দু’টি গরু কোরবানি করে প্রায় ১৫০ পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করেছিল। এবার বন্যাদুর্গত ও অসহায় মানুষের জন্য কোরবানি দিতে ফোরাম এসডিএ টিম গাইবান্ধায় ভেনু দেখার কাজ করছে।ফোরাম এসডিএ গত তিন বছর ধরে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা সামগ্রী বিতরণ, কুরবানি করা, ফল উৎসব ও শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচি পালন করে আসছে। ফোরাম এসডিএ’র এ আয়োজনে আগ্রহী যে কেউ সাহায্য করতে পারেন। সাহায্য করতে চাইলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যোগাযোগ করতে পারেন www.facebook.com/forumsda এর মাধ্যমে।ফোরাম এসডিএ’র এইচআর ডিরেক্টর রাফায়েত রোমান জাগো নিউজকে বলেন, ‘আমরা সকলের সহযোগিতা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে চাই। এবার আমরা গাইবান্ধার দুর্গম চরের বন্যাকবলিত অসহায় মানুষদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চাই।’এসইউ/এইচআর/পিআর

Advertisement