আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি মেক্সিকোর প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজই তার মেক্সিকোতে সফর করার কথা। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোর সঙ্গে সাক্ষাত করতে আগ্রহী। নিয়েটো ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকেও তার দেশে সফর করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে নিজের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প মেক্সিকোর শরণার্থীদের সন্ত্রাসী এবং ধর্ষক বলে উল্লেখ করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মাঝে সীমান্ত প্রাচীর গড়ার কথাও বলেছেন।টিটিএন/পিআর
Advertisement