খেলাধুলা

সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ইংল্যান্ডের

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে স্বাগতিক ইংল্যান্ড। নটিংহামের ট্রেন্টব্রিজে অ্যালেক্স হেলের ১৭১ রানের সুবাদে ইংল্যান্ড ৫০ ওভার শেষে ৩ উইকেটে ৪৪৪ রানের পাহাড় গড়েছে।যা ওয়ানডেতে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান। জিততে হলে পাকিস্তানকেও গড়তে হবে বিশ্ব রেকর্ড। এর আগে ২০০৬ সালে হল্যান্ডের বিপক্ষে ৪৪৩ রান করেছিল শ্রীলঙ্কা।ইনিংসে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন হেলস। দেশের হয়ে রবিন স্মিথের ২৩ বছরের পুরোনো ১৬৭ রানের রেকর্ড ভেঙে হেলস ফিরলেন ১৭১ রানে। মাত্র ১২২ বলে ২২ চার ও ৪ ছয়ে এই রান ইংল্যান্ড ওপেনারের।দ্বিতীয় উইকেটে হেলসের সঙ্গে ২৪৮ রানের জুটি গড়া রুট ৮৬ বলে করেছেন ৮৫। আর ইংল্যান্ডের রেকর্ড গড়া নিশ্চিত করেছেন ৫১ বলে ৯০ করা বাটলার ও ২৭ বলে ৫৭ করা এউইন মরগান।বিএ

Advertisement