টাঙ্গাইল জেলাকে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে জেলার সাধারণ জনগণ।টাঙ্গাইলকে ঢাকার সাথে রাখার সংগ্রাম পরিষদের উদ্যোগে এই মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশের আয়োজন করে।সমাবেশে জেলার সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং যে কোনো মূল্যে টাঙ্গাইলকে ঢাকার সাথে রাখার অঙ্গিকার করে।সোমবার দুপুরে জেলা কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান অ্যাভোকেট খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট জাফর আহম্মেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক পি.পি এস আকবর খান প্রমুখ।এসময় জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা দাবি আদায় না হলে মহাসড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেন।এমএএস
Advertisement