উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় ৩৭ কোটি ৫০ লাখ ডলার দেবে বিশ্ব ব্যাংক। এর আগে গতকাল রোববার শিক্ষা খাতের উন্নয়নে ৪০ কোটি ডলারের ঋণ সহায়তা চুক্তি করে সংস্থাটি।সোমবার বিশ্ব ব্যাংক এক সংবাদ বিবৃতিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, ৬ বছরের গ্রেস পিরিয়ড়সহ ৩৮ বছরে পরিশোধ যোগ্য এই ঋণের সার্ভিস চার্জ হবে দশমিক ৭৫ শতাংশ।বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং বিশ্ব ব্যাংকের পক্ষে আবাসিক প্রধান জোহান্স জুত ঋণ চুক্তিতে সই করেন।শর্ত মোতাবেক, উপকূলীয় অঞ্চলের আশ্রয় কেন্দ্র নির্মাণের আওতায় বাংলাদেশ এই অর্থ পেয়েছে। সরকার বরিশাল, ভোলা, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পিরোজপুর এবং পটুয়াখালীতে সরকার এ অর্থ ব্যয় করবে।এ বিষয়ে জোহান্স জুত বলেন, বাংলাদেশ অবস্থানগত ভাবে দুর্যোগ প্রবণ এলাকা। এখানে বিভিন্ন সময় ছোট বড় দুর্যোগ আঘাত করেছে। এই অর্থ আশ্রয় কেন্দ্র তৈরিতে ব্যবহার করা হবে। এবং সাধারণ মানুষ উপকার পাবেন।এসময় মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ দুর্যোগ মোকাবেলাকে গত এক দশক সফলতা দেখিয়ে। এবং পূর্ভাবাসেও ব্যাপক উন্নয়ন করা হয়েছে।এসএ/এমএএস
Advertisement