রাজনীতি

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, ককটেল বিস্ফােরণ

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং সারাদেশে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গুম, খুন-গ্রেফতারের প্রতিবাদে ও চলমান হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার দুপুর ২টায় শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে বিক্ষোভ মিছিলটি করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বানানার নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আরিফ মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, জিয়া হলের দেলজার হোসেন, মোহসীন, লাহুল গালিব, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল আকতার, রুমী, আরিফ, আলতাফ, আমিন, মাহফুজ, সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, জসীম উদ্দিন হলের মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীরব, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ফয়সাল, শুভ, ফরহাদ প্রমূখ।প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ সুপার মার্কেট থেকে শাহবাগের দিকে অগ্রসর হতে চাইলে শাহবাগ মোড়ে অবস্থানরত পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।এদিকে চলমান অবরোধ ও হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল চলাকালে তারা ৪টি ককটেলরে বিস্ফোরণ ঘটায়। তবে এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।প্রত্যক্ষদর্শী জানান, সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমি থেকে শুরু হয়ে টিএসসির দিকে মিছিলটি আসার পথে পুলিশশের বাঁধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।-এমএম/আরএস

Advertisement