সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে অর্থের যোগান স্বাভাবিক রাখতে রাজস্ব আহরণকে গুরুত্ব দিতে বলেছে মন্ত্রীসভা। এছাড়া রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর সক্ষমতা বাড়ানো, কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সোমবার মন্ত্রী সভার নিয়মিত বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মন্ত্রী সভায় বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনীতির একটি পর্যালোচনা তুলে ধরেন।সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের বলেন, বিগত বছরের ন্যায় ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখতে বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন বাড়াতে হবে।সাংবাদিকদের তিনি আরো বলেন, বিগত ২০০১-২০০২ অর্থ বছর থেকে ২০০৫-০৬ অর্থ বছরের তুলনায় ২০০৯-২০১০ অর্থ বছরে আর্থিক খাতের সব সূচকে আমরা ভালো করেছি। এই সময়ে মাথাপিছু আয় বেড়েছে, সরকারি বিনিয়োগ বেড়েছে, বাজেটের আকার বেড়েছে, প্রবাসী আয় বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি ধারাবাহিক রয়েছে, আমদানি রপ্তানি বেড়েছে, দারিদ্র্যতা কমেছে, সামাজিক সূচকে উন্নতি হয়েছে।সচিব বলেন, সরকার এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে। অর্থ মন্ত্রণালয় শিগগিরই এ সংক্রান্ত একটি প্রতিবেদন আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবে।এসএ/আরএস
Advertisement