খেলাধুলা

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে ৮ দলের জয়

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বে আজ ২৯ আগস্ট (সোমবার) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সংবাদ প্রতিদিন ৩-০ গোলে দৈনিক বর্তমানকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের শফিকুল ইসলাম শামীম। দ্বিতীয় ম্যাচে বাংলানিউজ টুয়েন্টিফোর ২-০ গোলে খোলা কাগজকে পরাজিত করে। বিজয়ী দলের এস এম সালাউদ্দিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে যমুনা টিভি ৬-০ গোলে  দৈনিক যুগান্তরকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন যমুনা টিভির রাহাত মিনহাজ। চতুর্থ ম্যাচে দৈনিক ইনকিলাব টাইব্রেকারে ২-১ গোলে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ইনকিলাবের মাইনুল হাসান সোহেল। পঞ্চম ম্যাচে জনকন্ঠ টাইব্রেকারে ৪-৩ গোলে প্রথম আলোকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের তপন বিশ্বাস। পরের ম্যাচে বাংলাভিশন ২-০ গোলে আলোকিত বাংলাদেশকে  হারায়। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মিজানুর রহমান ।  দিনের সপ্তম  ম্যাচে এটিএন বাংলা টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে মানবজমিনকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন বিজয়ী দলের কামরুজ্জামান রাজিব । দিনের শেষ ম্যাচে দ্য ইন্ডিপেডেন্ট ১-০ গোলে বাংলা ট্রিবিউনকে হারায়, ম্যাচ সেরা হয়েছেন ইন্ডিপেন্ডেন্টের শাওন  হাসনাত। চ্যানেল ২৪ মাঠে  না আসাায়  ডেইলি স্টার  ওয়াক ওভার লাভ করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ ৬ বছর পর এ  টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে।আগামীকালের খেলা: দ্বিতীয় রাউন্ড (প্রি-কোয়ার্টার ফাইনাল)আগামীকাল ৩০ আগস্ট ২০১৬ মঙ্গলবার একই ভেন্যুতে তৃতীয় দিনে দ্বিতীয় রাউন্ডের ৮টি খেলা অনুষ্ঠিত হবে- প্রথম ম্যাচ- যমুনা টিভি বনাম এটিএন বাংলা (সকাল ৮.৩০টা)দ্বিতীয় ম্যাচ- সমকাল বনাম বাংলা নিউজ ২৪ (সকাল ৯.০০টা)তৃতীয় ম্যাচ- রেডিও টুডে বনাম বাংলাভিশন (সকাল ৯.৩০টা)চতুর্থ ম্যাচ- জিটিভি বনাম ডেইলি স্টার (সকাল ১০.০০টা)পঞ্চম ম্যাচ- কালের কন্ঠ বনাম বিডি নিউজ ২৪ (সকাল ১০.৩০টা)ষষ্ঠ ম্যাচ- জনকন্ঠ বনাম দ্য ইন্ডিপেন্ডেন্ট (বেলা ১১.০০টা)সপ্তম ম্যাচ- সংবাদ প্রতিদিন বনাম আরটিভি (বেলা ১১.৩০টা)অষ্টম ম্যাচ- এটিএন নিউজ বনাম ইনকিলাব (দুপুর ১২.০০টা)আইএইচএস/এবিএস

Advertisement