ফিচার

কেনার আগে এলইডি টিভি সম্পর্কে জেনে নিন

মোনো টিভি নয় এখন এলইডি টিভির যুগ। বাজার জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে এলইডি টিভি। অনেকে আবার মেতেছেন এইচডি টিভি-তে। তবে প্রযুক্তির নতুন উদ্ভাবনের এই টিভি কেনার আগে কতগুলো জিনিস অবশ্যই মনে রাখা উচিত।যত বড় তত মজা৩২ ইঞ্চির নিচে কোনো এলইডি টিভি কিনবেন না। বড় আকারের এলইডি টিভি না কিনলে ডিজিটাল প্রযুক্তির মজাটাই মাটি। জেনে রাখুন ৩২ ইঞ্চি এলইডি টিভি দেখতে অন্তত ৪ ফুট দূরত্ব লাগে। ৪০ থেকে ৪৮ ইঞ্চির এলইটিভি কিনলে ৭ ফুটের দূরত্ব বজায় রাখুন। আর যদি এর থেকেও বড় সাইজের এলইডি টিভি কিনতে চান, যেমন ৫৫ থেকে ৬৫ ইঞ্চি, তাহলে টিভি দেখতে কম করেও ৯ ফুট দূরত্ব বজায় রাখুন।ফুল এইচডিএলইডি টিভি কিনলে ফুল এইচডি কিনুন। অনেকে ৭২০পি এইচডি টিভি কিনে আনেন। মাথায় রাখুন, এগুলো কখনোই ফুল এইচডি এলইডি টিভি নয়। ফুল এইচডি এলইডি টিভি কিনতে চাইলে সবসময় ১০৮০পি টিভি কিনুন। বিশেষ করে ঘর যদি ছোট হয় তাহলে ১০৮০পি টিভি সবচেয়ে বেশি কার্যকরী।বড় আকারের টিভিঅনেক সময় টিভি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো একই দামে বড় আকারের এলইডি টিভি ও একটু ছোট আকারের এলইডি টিভি বিক্রি করেন। ছোট্ট আকারের এলইডি টিভির সঙ্গে স্মার্ট ফিচার আছে বলেও জানানো হয়। কিন্তু ওই দামে বিক্রি হওয়া বড় আকারের টিভিতে স্মার্ট ফিচারের সুবিধা নেই বলে জানানো হয়। কিন্তু এলইডি প্রযুক্তির কথা মাথায় রাখলে সবসময় একজন ক্রেতার প্রথম পছন্দ হওয়া উচিত বড় এলইডি টিভি।সেটটপ বক্সযদি সেটটপ বক্স টিভি চ্যানেলে উৎসাহী হন, তাহলে সবসময়ে প্রাধান্য দিন বড় সাইজের টিভি কেনায়। কিন্তু আপনি যদি টিভির সঙ্গে বেশির ভাগ সময় গেমস প্লেয়ার বা ডিভিডি অথবা ফ্ল্যাশ ড্রাইভস লাগিয়ে থাকেন তাহলে অত্যাধুনিক ফাইল ফরম্যাট সাপোর্ট করতে পারে এমন এলইডি টিভি কেনার উপর নজর দিন।ওফার বারটিভি কিনতে গেলে দেখবেন কারোরই অডিও সিস্টেম মনঃপুত হবে না। ছবি দেখে আপনি খুশি হবেন, কিন্তু অডিও শুনলেই খুতখুত করবে মন। তাই ধরেই নিন এলইডি টিভির স্পিকার ভালো থাকে না। বরং টিভির সঙ্গে ২.১ চ্যানেলের একটা ওফার বার কিনে নিন। নতুন কেনা টিভির সঙ্গে জুড়ে দিন। ঘরে বসেই ডলবি ডিজিটালের ইফেক্ট পেয়ে যাবেন।কানেকশন পোর্টটিভি কেনার সময় দেখে নিন তাতে সেটটপ বক্সের কানেকশন লাগানোর পোর্ট ছাড়াও যেন এইচডিএমআই, ইউএসবি পোর্ট, ৩.৫ এমএম অডিও জ্যাক ও অন্যসব এভি পোর্টস, ব্লুটুথ থাকে।ফোর কেবর্তমান দিনে আরও এক প্রযুক্তি এসেছে যাকে ‘ফোর কে’ বলা হচ্ছে। কিন্তু যারা সেটাপ বক্সে টিভি দেখতে অভ্যস্ত তাদের কাছে ‘ফোর কে’ প্রযুক্তির কোনো গুরুত্ব নেই। যদি সত্যি সত্যি ‘ফোর কে’ প্রযুক্তির মজা নিতে হয় তাহলে উচিত দামি টিভি কেনা।অ্যান্ড্রয়েড টিভিবাজারে এখন এসেছে অ্যান্ড্রয়েড টিভি। কমদাম দিয়ে অনেকে অ্যান্ড্রয়েড টিভি কিনছেন। আপনার বাজেট যদি কম হয় তাহলে কখনো প্রচুর পরিমাণ প্রযুক্তিগত সুবিধা খুঁজবেন না। কারণ প্রচুর ফিচার সমেত কমদামে কোনো টিভি কিনলেন, দেখা যাবে তার ছবির মান আপনাকে খুশি করছে না। এসইউ/এইচআর/আরআইপি

Advertisement