ধর্ম

ন্যায়বিচার পাওয়ার আমল

মানুষ সব সময় কিছু নিয়মিত আমল করে থাকেন। আবার বিশেষ মুহূর্তে বিশেষ আমল করে থাকেন। এমনই একটি বিশেষ আমল হলো আল্লাহ তাআলার ‍গুণবাচক নাম (اَلْعَزِيْزُ) আল-আ’যিযু’র পাঠ করা। (اَلْعَزِيْزُ) ‘আল-আ’যিযু শব্দটি আল্লাহ তাআলার গুণবাচক নাম। এ নামের অর্থ হলো- ‘মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতাবান’ তাঁর ওপর প্রাধান্য পাওয়ার কারো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার এ গুণবাচক নামের জিকির বা আমল অনেক কার্যকরী। ফজিলতসহ তা তুলে ধরা হলো-উচ্চারণ : আল-আ’যিযু; ইয়া আ’যিযু।অর্থ : মহাপরাক্রমশালী; হে মহাপরাক্রমশালী।ফজিলত>> যে ব্যক্তি এ মুবারক নাম (اَلْعَزِيْزُ) ‘আল-আ’যিযু’ ফজরের নামাজের পর পাঠ করবে; সে দুনিয়া ও আখিরাতের মুখাপেক্ষী হবে না।>> কোনো ন্যায় বিচারপ্রার্থী ব্যক্তি যদি দুনিয়ার কোনো বিচারকের কাছে যাওয়ার আগে সকালে এ গুণবাচক নাম (اَلْعَزِيْزُ) ‘আল-আ’যিযু’ ৪১ বার পড়ে; আল্লাহর ইচ্ছায় বিচারক সে ব্যক্তির ওপর সদয় হবেন।>> ৪০ দিন পর্যন্ত ৩১ বার করে এ পবিত্র নামটি পড়লে মনের চিন্তা দূর হয়; সম্মান লাভ হয়; কাহারও মুখাপেক্ষী হতে হয় না। এ ছাড়াও এ নামের জিকিরের অসংখ্য ফজিলত ও বৈশিষ্ঠ্য রয়েছে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর এ ছোট্ট গুণবাচক নাম (اَلْعَزِيْزُ) ‘‌আল-আ’যিযু’-এর আমল করার মাধ্যমে ঘোষিত ফজিলত অর্জন করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এমএস

Advertisement