বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইনস্টিটিউট অব ক্রিমিনলোজিতে বোমা হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তবে এতে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেলিজিয়ান সংবাদমাধ্যমের সূত্র দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আড়াইটার কিছু আগে সেখানে বোমা বিস্ফোরণ ঘটেছে। ইনস্টিটিটের কার পার্কে একটি কার প্রবেশের পর এক বা একাধিক সন্দেহভাজন বোমাটির বিস্ফোরণ ঘটান বলে সন্দেহ করা হচ্ছে। মার্চে ব্রাসেলসের একটি বিমানবন্দরে এবং মেট্রোতে আইএসের চালানো হামলার পর থেকে ৩ নম্বর সতর্কতা জারি ছিল দেশটিতে। ওই হামলায় ৩২ জন নিহত হয়েছিলেন। এনএফ/এমএস
Advertisement